কবিতা

কবিতা- শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য

-অমল দাস

 

হেমন্ত আলাপের সান্ধ্য লগনে আঁধার মনে দীপ জ্বেলেছ তুমি,

জ্যোৎস্না সাঁঝের উজান স্রোতে নৌ-বিলাসে উৎসাহিত আমি।  

কি উপহার দেবো তোমায়!তাই গেয়েছিলাম বীণার সুরে গান,

ছন্দ লয় প্রত্যয় ঝংকারে, একাত্মে বাঁধা হলো যুগল দুটি প্রাণ।  

 

তোমার গহীন আঁখি বিশ্ব আমার, আনন শ্বেত শান্তির দূত,

তোমার স্বর্গে সঁপে দিলাম আমার উপন্যাসের ভবিষ্য ও ভূত।

ভেসে, নিলাম ভাসিয়ে তোমায় সব সমুদ্র তেপান্তরের পাড়ে,

দুরত্বের এই বৃহৎ গোলক আবর্তনে থামলো তোমার দ্বারে।  

 

রাজপথের ওই নিয়ন ধারায় আস্কারা ডাক ভিজতে পাশাপাশি,  

অকপট মন মুক্ত হাওয়ায় ছড়িয়ে দিলো ভালোবাসা রাশিরাশি।

আমরা একান্তে আর সঙ্গোপনে পড়েছিলাম সুপ্ত-মনের ভাষা,   

অবয়বের অমোঘ ঘ্রাণে রক্তস্রোতে তীব্র জোয়ার যাওয়া আসা।

 

নিঃস্ব! শীতল হৃদের বাতায়নে তোমার উষ্ণ হাওয়া এসেছিলো,

আমার নয়ন তোমার নয়ন গভীর প্রেমের কাব্য লিখেছিলো।  

ডুবে ছিলাম কেশ সমুদ্রে হারিয়ে ছিলাম অজানা আলোকবর্ষে,  

এক অলীক তৃষ্ণার তৃপ্তি পেলাম তোমার গোলাপ ঠোঁটের স্পর্শে।

 

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page