Site icon আলাপী মন

কবিতা- অতঃপর

অতঃপর
– পারমিতা ভট্টাচার্য

 

কোনো এক অলৌকিক ছায়াপথ ধরে
চলো হাঁটি, গুটি গুটি পায়ে।
তোমার চোখের দৃষ্টি পথে আজ গড়ি বসত,
প্রদীপখানি জ্বেলে ধরো আমার হৃদয়পানে,
অতৃপ্ত যত বাসনারা আজ প্রকাশিত হোক
লজ্জাসন্ধি ছিঁড়ে।
নিঃশ্বাসে মিশুক আজ নাড়ীর যত গতি,
শীৎকারে মাঠময় হোক গলার মুক্তমালা।
আলোর শিখায় যেমন বাদল পোকা দেয় ঝাঁপ,
আমিও দেখি তোমার চোখে আমার সর্বনাশ।

না, বাদল পোকা হতে পারিনি কখনো,
খড়কুটোর মতো আকঁড়ে ধরেছি সংস্কার।
প্রদীপের আলতো, নরম আলোয়,
মেপে গেছি শুধু নিঃশ্বাসের উত্তাপ।
তবু ,মন বলে বারবার……….
জন্মদাগ মুছে একটা গান লিখে যাবো,
সামনের বসন্তের অপেক্ষা আর নাই বা করলাম!!

Exit mobile version