Site icon আলাপী মন

কবিতা- সান্তনা পুরস্কার

সান্তনা পুরস্কার
-অযান্ত্রিক

 


যে দেখেছে হাজার শবের সারি,
বুক ফাঁটা কান্নার রোল,
টাটকা বিচ্ছেদে তার আর কিছু যায় আসে না ,নিলোফার।
মৃতের শিয়রে থমথমে মুখ,
পাল হীন নৌকার মতো দিশেহারা দৃষ্টি নিয়ে,
এরা বিশ্বাস করে না কোনো দিন,মৃত্যুই সত্যি
এদের কে যদি বলো, প্রতিদিন ২৫০টা মৃত্যু হয়,
অথচ সদ্যোজাত কেঁদে ওঠে মাত্র ১০৫
এরা কোনো জবাব দেবে না।

মানুষ মুঠো করে ফেলে মাটি ,কফিনে, কবরের বুকে,
লালচে দূরের কোনো গ্রামে তখন সূর্যের ঘোর অসুখ,
গুনীনের চাল পড়া ,কলা পড়ায় , বাণে তিতিবিরক্ত প্রাণ।
অথচ নির্দ্বিধায় ছড়িয়ে যায় খই,একাত্ম শবানুগামী,
তাদের ,তাদেরকেই বোঝাও জন্ম মৃত্যুর হার,
ওরাই বুঝবে ,ওদের সান্তনা শুধু একটাই,
কোথাও তো গোনা হবে তাদের মাথা ,
কোথাও তো ওদের দিয়েই হবে পরিসংখ্যান।

Exit mobile version