Site icon আলাপী মন

কবিতা- ইচ্ছা

ইচ্ছা
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

জানালায় জ্যোৎস্নার হাতছানি;
আড়ালে থেকে আমার চোখেমুখে আলপনা আঁকে
মেঝেতে জাফরি বিছিয়ে বলে:
তোর কি রে একাকীত্ব নাকি দুদণ্ড দূরভাষে
বকবকম প্রেমিক পায়রা হতে ভালোলাগে?
নাকি অক্লান্ত ঝিঁঝিঁর মতো তারস্বরে ভাঙা ঢেউ-
কেবল ছড়িয়ে পড়তে ইচ্ছা করে?

আমি জানি যে জীবনে বেগ নেই,আবেগ নেই, স্থাণু
সে জীবন পদেপদে মৃত্যুর কাছে নতজানু।
তাই বলি,ওগো মমতাময়ী,
খোলো দেখি একবার কনুইয়ের ভাঁজ
কী লুকিয়ে রেখেছো তোমার জামার আস্তিনে!

আমাকেও উড়তে দাও, ছড়িয়ে পড়তে দাও
গোবিন্দে সমর্পিত উড়োখইয়ের আবেগে
তোমার নবনীনিন্দিত সারাদেহে।

Exit mobile version