Site icon আলাপী মন

কবিতা- একলা চলো রে…

একলা চলো রে…
– জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

 

মুখের কথায় ভালোবাসার মানুষ সর্বজন,
স্বার্থে আঘাত হলেই বুঝি কে যে আপন জন…

যতক্ষণ তাদের মতের ‘হ্যাঁ’তে মেলাই ‘হ্যাঁ’,
বন্ধু স্বজন, সুজন তখন ভীষণ প্রিয় মন,
যেই ক্ষণে তাদের মতের বিরোধ করি ভুলে,

আপন পরের তকমাটা যায় সেইক্ষণেই খুলে….
চারপাশের পৃথিবী এমন হাজার ভুলেই ভরা,
কে যে আসল আর কেই বা ভুল, বৃথাই বিচার করা
আসল কথা একটাই যা, বুঝেছি আজ সার,
কে আপন আর কেই বা পর মিছেই চিন্তা আমার
আমার নিজের আপন ‘আমি’, এটাই সঠিক জানি
এসেছি একা, যাবোও একা, এটাই সত্য মানি…
মাঝখানের এই কটা দিনের ঠুনকো আপন পর
আজ ‘মলে’ কাল দু’দিন হবে, ভুলবে সকল ঘর।

Exit mobile version