Site icon আলাপী মন

কবিতা- অবুঝ আমি

অবুঝ আমি
– নাজমুল হুদা খাঁন(হলুদ হিমু)

 

তোর আছে চোখের জল
হয়তো বা অশ্রু ঝরে নীরবে
আমার কারণে

সারা দিন জুড়ে আমার আমার কারণে
অজস্র তীর বিদ্ধ হয়েছে তোর বুকে

তোর একটা মন আছে
হয়তো বা আমি ভুলে যাই
যখন মনে হয় আমার কারণে
নরম হৃদয়টা ফুপিয়ে কাঁদে তোর
আমার নিষ্ঠুর হৃদয়টাও কেঁদে ওঠে

তোর একটা আকাশ আছে
সেখানেও মেঘ জমে,
সেখানে নামে বৃষ্টি
সেখানেও আছে আলো ছায়া
আমি হয়তো চেয়োছি আলোটাকে গিলে নিয়ে
অন্ধকারে ডোবাতে।
কারন অন্ধকার চিরকালের প্রিয়।

তোরও আছে অভিমান
তোরও আছে রাগ
আমিও হয়তো বুঝিনা
তোরও একটা হৃদয় আছে
সেখানে আছে হয়তো স্বপ্নের খেলা ঘর
হয়তো আমি বুঝি না।

তোরও আছে চোখের জল।
হয়তো আছে সেই জলের অনেক ভাষা
হয়তো আমি বুঝিনা।

হয়তো বা তোর একটা জীবন আছে
আছে হয়তো অনেক ভাঙা ভাঙা গল্প।
আমি হয়তো বুঝিনা

হয়তো তোর একটা জীবনের পথ আছে
হয়তো সে পথের সঙ্গী আমি
হয়তো আমি বুঝি না

Exit mobile version