Site icon আলাপী মন

কবিতা- ভোরের আলোতে

ভোরের আলোতে
-অমিতাভ সরকার

 

মেঘের আড়ালে ভোরের সূর্য প্রকাশে,
জলজ জমিতে ভাঙ্গা আলো ভাসে।
তোমার রূপ যে সোনার বরণ,
দেখ সকলের হৃদয় করেছ হরণ।

জল ধরে আছে সোনার জমি,
ধানের চারাতে মৃদু বাতাসের ধ্বনী।
শোন শঙ্খ ধ্বনি সূর্য উদয়নে,
সকলের হাসি খিল খিলে মনে।

ভৈরবীর ধ্বনিতে মন ভরে যায়,
সকালের পাখিগুলো আকাশ ভরায়।
বাগানে বর্ষাতি ফুল ডাক দেয়,
প্রজাপতি নানা রঙে বারবার ধায়।

নব পরিণীতা বধু ঘোমটা মাথাতে,
মৃদু পায়ে লাজে সাজি হাতেতে।
মন খুশি খুশি ফুল তুলিবাড়ে,
প্রাণের শ্রীহরির চরণে অঞ্জলি তরে।

Exit mobile version