স্তব্ধ উড়ান
– শুক্লা
মন পাখি ওই উড়ছে সাগর পারে,
সিক্ত হলো ঢেউয়ের পরশ মেখে গায়ে;
ঝাউ বনে সে নাচছে শাখে শাখে,
হরিৎ হলো নবীন হওয়ার সাধে;
গাইছে সে গান স্বাধীন হওয়ার আশায়,
হঠাৎ চমকে দেখে বন্দী সে তার বাসায়;
উলু ধ্বনি দেয় কারা উল্লাসে,
শঙ্খ নিনাদ ভেসে আসে তার সাথে;
ভঙ্গ হলো তার স্বপ্নের অঞ্চল,
পড়বে সে আজ লাল সাদা শৃঙ্খল।।