পরগাছা
-প্রদীপ কুমার সামন্ত
শূন্য ঔদাসীন্যে স্মৃতির মালা পরে মনে হয়
এই বেশ ভালো আছি…বেশ আছি
কেউ নেই, অজস্র চিন্তার ঢেউ নেই,
বার্ধক্যে, বিমর্ষ বিচ্ছিন্ন সন্ধ্যায়
এ এক অদ্ভুত সুখানুভূতি।
কল্পলোকের দূরের পৃথিবীর আকর্ষণ কমে গেছে
ভগ্ন হৃদয়ে, বুকের নিভৃত কোণের স্বপ্ন বিলীন
ওপারের ডাকের অসীম প্রত্যাশায়
শেষ খেয়া আজও বয়ে যাই।
শরীরী রাগিনী সব স্তব্ধ
আশা- নিরাশা প্রায় ভগ্ন
পূঞ্জীভূত নিকষ কালো মেঘ
অক্টোপাশের মতো জীবনটাকে
আলোছায়ায় বন্দী করে রাখে।
অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা আর যন্ত্রণা
অনুভবে বুঝি, আমি এখন সমাজের জঞ্জাল
ব্যথাতুর জীবন নিয়ে, রিক্ত নিঃস্ব হয়ে
শেষ কটা দিন পরগাছা হয়ে মুক্তকণ্ঠে বলি–
“হরি দিন তো গেল সন্ধ্যা হল
পার পার কর আমারে”।