বাস্তব বড়ো একা
– প্রীতি মান
ইমোশনগুলো সব ক্যাপশনে বন্দী,
নোটিফিকেশন জমেছে হাজার —
কত লাইক আর কত কমেন্ট
বাস্তব করে হাহাকার।
কত বন্ধু কত ফলোয়ার
মেসেঞ্জারেতে লেখা,
দেখা হয়েও যে হয়না দেখা
বাস্তব বড়ো একা ।
কত হাহা-হিহি, কত হৈহৈ,
কত রাস্তার মোড়ে,
সে সব এখন গল্পকথা
চ্যাট্ দুনিয়ার জেরে।
আপনজনেরা বহুদূরে আজ
চাপা পড়ে গেছে মন,
তাই নিজেকে একা লাগে খুব
স্তব্ধ সারাক্ষণ।