Site icon আলাপী মন

কবিতা- স্বাগত বর্ষা

স্বাগত বর্ষা
– শংকর হালদার

 

বিশ্বাস বারুদ ঝাঁঝালো বোলে
প্রীতির দাবি নিয়ে কাছে আসি নানা অছিলায়
তব গর্ভ ফুঁড়ে বেড়ে ওঠা আমার,
তাই অধিকারের দাবি রাখি জননী আবদারে।
তব হাতছানি’তে রূপ বদলায় প্রকৃতি।
স্বপ্ন ছড়ানো তব আঙিনা জুড়ে পক্ষীর কলরব
পুষ্পের বাসর শয্যা আর,
আনন্দে আন্দোলিত তটিনী বেদনার স্বরলিপি ভুলে
রচনা করে এক নতুন অধ্যায়।
যেখানে ভাষার ফোয়ারা খুশির ঢেউ তুলে
উষ্ণ অভ্যর্থনা জানায় সবুজের বারান্দা জুড়ে।
ভেসে আসে পল্লী’র কবি কথা
ভেসে আসে পল্লী গানের সুরেলা ছন্দ
দ্বার হতে দ্বার…
স্নেহ মায়া মমতা গোপন রাখে আপন পরিচয়
আর ভালবাসার নীরব ধারা হয়ে নেমে আসে
ধরনি’র বুকে।
আজও তুমি অমৃত ধারার স্পর্শে গর্ভবতী-
রূপবতী লাস্যময়ী এক নারী।
স্বাগত বর্ষারানী আপন করুনা ধারার…
তব আগমনে স্বপ্ন ডিঙায় ভাসে
তপ্ত দিনে’র কুঞ্চিত প্রাণ…
আরোও সবুজ হতে সবুজাভ বর্ণ ধারণে…

Exit mobile version