Site icon আলাপী মন

কবিতা- মুখোশ

মুখোশ
– সুমিত মোদক

 

আয়নার সামনে দাঁড়ালে আজকাল নিজের মুখটাও দেখা যায়না;
হাজার হাজার মুখের ভিড়ে মুখটা যে কখন হারিয়ে গেছে খেয়াল করিনি;

প্রপিতামহের আয়নাটা এখনও আছে আগের মতো;
কোথাও কোনো দাগও নেই;
অথচ, সেখানেও নিজের মুখ দেখতে পাইনা;
দেখি অন্যের মুখ ….
সে মুখগুলো আমার পূর্বজদের, আমার উত্তরপুরুষের;

আয়না আছে, কিন্তু আয়নার পিছনের পারা এখন আমার মধ্যেই;
তাই নিজেকে আর দেখতে পাই না;
দেখি কেবল অন্যকে..
তাছাড়া মুখশের মধ্যে থাকতে থাকতে মুখটাও মুখোশ হয়ে গেছে;

আজকাল আপ্রাণ চেষ্টা করছি মুখোশটা খুলে ফেলতে চিরদিনের জন্য
নতুন প্রজন্মের কাছে।

Exit mobile version