Site icon আলাপী মন

কবিতা- বন্ধ মনের দরজা

বন্ধ মনের দরজা
– সুজিত চ্যাটার্জি

 

দরজা খোলো, দরজা খোলো ।
কে তুমি ?
বিবেক এখানে, দরজা খোলো।
কাকে ডাকছো বিবেক?
তুমি, তোমাকে।
ওটা তো আমার নাম, আমি কোথায়?
খোঁজ করো, খোঁজো মনের দরজায়।
শত সহস্র দরজা মনের
কোথায় খুঁজবো, বিবেক?
ভুল, মতিভ্রম।
দরজা একটাই, মনের দরজা।

মনের দরজাটা হাট করে খুলে দাও কবি,
ওখানেই আলো, ওখানেই অমাবস্যা।
ওখানেই হিমবাহ, ওখানেই পারিজাত।
ওখানেই বিদ্বেষ, ওখানেই ভালবাসা।

এই তো, এসো বন্ধু
বুক খানি বাড়িয়ে দাও,
এইতো তুমি, এইতো আমি
হলাম একাকার।
আলো অনেক, সূর্য একটাই।

Loading

Exit mobile version