ভালোবাসা না উপেক্ষা
– শুক্লা রায় চৌধুরী
তোমার ভুলের ঘরে বন্দি আমার একাকীত্ব;
খুঁজে পেলে কি আদুরে সোহাগভরা নতুনত্ব?
আমার মনের ছোঁয়াছুঁইরা আজ সব ছুটির দেশে,
আকাশ ছুঁয়ে উড়ছো তুমি ‘তার’ স্বপ্ন-ভেলায় ভেসে;
আমিও আর বাঁধিনি তোমায় আমার সেই গল্পে,
ঘৃণার আগুন যতই লাগুক কষ্ট ভুলি না আর অল্পে;
রপ্ত আমার উপেক্ষা যে তোমার থেকেই শেখা,
ঘুম ভাঙা রাত জানান দিলো আজ বড্ড আমি একা।