কবিতা

কবিতা- সস্তার সিন্থেটিক শাড়ি

সস্তার সিন্থেটিক শাড়ি
– নৃপেন্দ্রনাথ মহন্ত

 

কে যেন দাঁড়িয়ে আছে প্যাকাটির বেড়ার ওধারে
হাতে শাঁখা-পলা, পরনে সস্তার সিন্থেটিক শাড়ি
সামান্য কৃষক রমণী; মোটেও অন্নপূর্ণা নয়
বিষাদের দেশে তার বসবাস–জীর্ণ ঘরবাড়ি।

বিকেলের ক্লান্ত সূর্য পশ্চিম বালিশে মাথা রেখে
দুূদণ্ড আলাপ সারে নবীনা প্রেমিকার সাথে
প্রাক্ পূর্ণিমার চাঁদে খানিকটা বিষণ্ণতা থাকে
যা অক্লেশে মুছে দিতে সক্ষম সূর্য নিজহাতে।

সস্তা সিন্থেটিক শাড়ি নয় প্রাক্ পূর্ণিমার চাঁদ
তার যাত্রাপথে দাঁড়ায় না কোনো প্রেমিক সটান
যে থাকে সেও এক জলুসহীন খসখসে মুখ
হতভম্ব চেয়ে দেখে বাহুবলী এক চন্দ্রযান।

জটায়ু পাখির মতো পথরোধ করে যদি মেঘ
হালকা নীল ও ঘনকাজলে মেশানো একখানা
একটুকরো স্বপ্নের মতো তাকে আবেগে জড়াবে
তার বুকে হন্যে হয়ে খু্ঁজবে সে স্বর্গের ঠিকানা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page