কবিতা- অধরা মাধুরী

অধরা মাধুরী
– প্রদীপ কুমার সামন্ত

 

খুঁজেছি তোমায় হাজার জনস্রোতে
একরাশ মধুর সুরছন্দ নিয়ে
বুকের স্পন্দন আর গভীর ভালবাসা দিয়ে
মনের গভীর অতলান্তে।

বৃন্তচ্যূত ফুলের মতো নীরবে
ঝরে পড়েছি অবিরাম অবিরত
দগদগে জ্বলন্ত দাবানলের মতো
বুকের গোপন ক্ষতগুলো আজও জ্বালা দেয়।

পোড়াতে শিখিনি, নিজেই পুড়েছি
জীবন যন্ত্রণার আগুনে, বেদনার বালুচরে
কেঁদেছি শুধু কেঁদেছি, ভেবেছি শুধু ভেবেছি
তোমার অভিসারী স্রোতে ভাসবে বলে।

গোছাতে শিখিনি, আজও কোনোদিন
নীরবে হারিয়ে ফেলেছি সব
মনের আখরে গুছিয়ে রেখেছি
তোমার অনাস্বাদিত অপূর্ণ প্রেম।

অধরা মাধুরী হয়ে তুমি দাও না ধরা
আমি যে একাকীনি গতিহারা দিশেহারা
সন্ধ্যাপ্রদীপ জ্বলার সাথে সাথে
অতৃপ্ত বাসনার দীপ আজও জ্বেলে যাই।

Loading

Leave A Comment