Site icon আলাপী মন

কবিতা- আমি বোবাই ভালো

আমি বোবাই ভালো
– বিশ্বদীপ মুখার্জী

 

কিছু কিছু দম বন্ধ হওয়া মুহূর্তগুলোকে
জ্বলন্ত পাঁজরের খাঁচায় বন্দি করে
রেখে দিয়েছি,
অনবরত অক্সিজেনের সাথে বহু মাত্রায়
চূড়ান্ত নোংরামি শরীরে প্রবেশ করে
বেঁচে থাকার ইচ্ছেকে করছে নির্মূল।
তবুও এমন তালা এঁটে রেখেছি নিজের মুখে
যার চাবিকে দিয়েছি খুইয়ে,
বোবা হয়ে থাকাই বেঁচে থাকার একমাত্র উপায়।
কেউ যেন সেই তালার চাবিকে খুঁজে বের করার
চেষ্টা না করে….
তালার আড়ালে লুকিয়ে আছে
অজস্র চিৎকার, বুক ফাটা অসংখ্য আর্তনাদ।
যে দিন এগুলো আসবে প্রকাশ্যে,
আমি হবো দেশদ্রোহী….
আমি একাই গান্ধীর তিন বাঁদর,
না দেখবো, না শুনবো আর না বলবো।
এখন বেঁচে থাকার এটাই মূলমন্ত্র….
আমাকে বাঁচাতে হবে,
মূক হয়ে এগিয়ে নিয়ে যেতে হবে
আমাদের প্রাণপ্রিয় এই ভারত মাতাকে।

*জয় হিন্দ*

Exit mobile version