Site icon আলাপী মন

কবিতা- পার্শ্ব

পার্শ্ব
– কৃষ্ণ বর্মন

 

পাশে থাকে যারা
চিরকাল পাশেই থাকে তাঁরা
পিষে যেতে যেতে পার্শ্বীয় চাপে দুমরে মুচড়ে যেতে যেতে
অস্তিত্ব সংকটের মুখোমুখি হলেও
সম মান সম সম্মান তাঁদের প্রাপ্য নয়-

অজুহাতটা বেশ ভালো
কিন্তু সেই অজুহাত তাঁরা মানবে কেন
অজুহাত যত দৃঢ় হোক
প্রতিরোধ প্রতিবাদের জন্যও আরও দৃঢ় দু’টো হাত আছে তাঁদের

কাপুরুষরা রাতের অন্ধকারকেই বেশী পছন্দ করে
দিনের আলোর পাশাপাশি তো পার্শ্বরা হাঁটে

Exit mobile version