যা ইচ্ছে তাই
– তমালী বন্দ্যোপাধ্যায়
ইচ্ছে হলে বলবো কথা,
ইচ্ছে হলে বলবো না।
ইচ্ছে হলে খুলবো এ মন,
ইচ্ছে হলে খুলবো না।
ইচ্ছে হলে বাসবো ভালো,
ইচ্ছে হলে বাসবো না।
ইচ্ছে হলে শুনবো কথা,
ইচ্ছে হলে শুনবো না।
ইচ্ছে হলে লিখবো আমার-
মনের যত অনুভব।
ইচ্ছে হলে মুছে দেবো,
জমিয়ে রাখা স্মৃতি সব।
ইচ্ছে হলে খুব চেঁচাবো,
বুঝবে তখন গলার জোর!
ইচ্ছে হলে চুপটি করে,
নিজের মনে, শান্ত স্বর।
ইচ্ছে হলে সবার মাঝে,
খুঁজবে তোমায় দু’টি চোখ।
ইচ্ছে হলে সবার মাঝেও
একলা মনই সঙ্গী হোক।
ইচ্ছে হলে যা খুশী তাই-
করবো আমি- আমার মন।
ইচ্ছেমত স্বাধীন হবো।
শুনবো না কোনো বারণ।
চলবো আমার ইচ্ছেমত।
যতই তোমার রাগটি হোক।
ইচ্ছে আমার মনের সাথী,
যে যা বলে, বলুক লোক।