এক একটা কুরুক্ষেত্র
– সুমিত মোদক
কুরুক্ষেত্র প্রান্তরে আজও দাঁড়িয়ে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ;
আজও বাজিয়ে চলেছে পাঞ্চজন্য শঙ্খ ….
আজও বলে চলেছে —
‘ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে’….
শ্রীকৃষ্ণের ভারতবর্ষে এখনও যুদ্ধ চলে
ভিতরে ভিতরে
হৃদয়ের গোপন অলিন্দে;
যুদ্ধ চলে চলে নিজের মধ্যে প্রতিদিন প্রতিরাতে
সময়ের ধারাপাতে;
ভারতবর্ষের প্রতিটি মানুষ এক একটা কুরুক্ষেত্র প্রান্তর;
অথচ, কেউ শোনেনা শ্রীকৃষ্ণের বাণী
‘বাসাশিং জিনানি যথা বিহায়’ …
হাজার হাজার বছর ধরে তীরন্দাজ অর্জুন আত্মস্থ করে চলেছে বাণী গুলো ;
আজও ….
নতুন এক ভারতবর্ষে, নতুন এক মানুষ গড়ার লক্ষ্যে;
তাই তীরন্দাজও জোরে জোরে উচ্চারণ করে
‘কর্মণ্যেবাধিকারসতে মা ফলেষু কদাচন’ …
Valo