কবিতা- প্রশ্ন রেখে যায়!

প্রশ্ন রেখে যায়!
-রীণা চ্যাটার্জী

ক্লেদ রক্তে সজীব জীবনের মুখরতা? না- যুদ্ধ প্রস্তুতির রণসজ্জা রুধির ধারা স্নানে!
প্রথম ক্রন্দনে প্রশ্ন রেখে যায়।
ধারাপাতের ছন্দ মাখানো স্বচ্ছন্দ অবাধ গতি? না- সিঁড়ি ভাঙা সরলের ব্যঙ্গ প্রয়াস!
জীবনের পাতা প্রশ্ন রেখে যায়।
সোনাঝুরির জীবন্ত ভালোবাসার ছোঁয়া? না- কোপাইয়ের ধারায় খোঁজে ইতিহাস!
বসন্তের পলাশ প্রশ্ন রেখে যায়।
কুঁড়ি থেকে ফুল ফোটে পূজার আয়োজনে? না- সৌন্দর্যের কাঁটা লালসার বীজ পুঁতে যায়!
ঝরা মুকুল প্রশ্ন রেখে যায়।
ফুলের বাসরে ভালোবাসার স্বপ্ন জাগে? না- লজ্জা লুন্ঠিত হয় কিনে আনা চড়া মূল্যে!
শয্যার ভাঁজে প্রশ্ন রেখে যায়।
রামধনুর সাত রঙে রঙিন হয় গোধূলির আকাশ? না- চোরা স্রোতে ভেসে আসে বিবর্ণ পরিহাস!
মেদহীন বাস্তব প্রশ্ন রেখে যায়।
কালের কণ্ঠে ভেসে আসে সত্যের আশ্বাস? না- অস্তিত্ব নিষিক্ত হয় বৃথা আষ্ফালনে!
দিনলিপি নীরবে প্রশ্ন রেখে যায়।
খুঁজে পায় উষ্ণ কোলাহলে শান্তির বাণী? না- হিমঘরে লুকিয়ে আবদ্ধ শান্তির বার্তা!
শেষ যাত্রা প্রশ্ন রেখে যায়।
অগ্নি শুদ্ধি হয়ে ফিরে আসা? না- আহ্বানে পঞ্চভূ-তে মিলিয়ে যাওয়ার সর্পীল ধোঁয়া মাখা পথ!
দিগন্ত ছুঁয়ে প্রশ্ন রেখে যায়।
উত্তর আসে না উড়ে, প্রশ্নের ভিড়ে যানজটের উত্তপ্ত ধূলো ছড়িয়ে প্রতীক্ষার অবগুণ্ঠনে
প্রহর শেষে প্রশ্ন রেখে যায়।
শুধু নির্বাক প্রশ্ন রেখে যায়।
অমীমাংসিত শব্দেরা প্রশ্ন রেখে যায়

Loading

6 thoughts on “কবিতা- প্রশ্ন রেখে যায়!

    1. অপূর্ব, খুব ই ভালো লাগলো

Leave A Comment