Site icon আলাপী মন

কবিতা- প্রাণ স্পন্দন

প্রাণ স্পন্দন
-পলি ঘোষ

 

আমি আজ বাকরুদ্ধ হয়ে
আমার প্রাণ স্পন্দন তোমাকে দিয়েছি,
তুমি অফুরন্ত।
যত দূরে যাই, আমি ততই জ্যোতির্ময় শিলা হয়ে উঠছি,
আকাশ ছোঁয়া এক দীর্ঘ জ্বলন্ত মোমবাতি জগৎ সংসারে।

যে অপরূপ আমাকে নিয়ত আকর্ষণ করে,
মুহুর্তে খন্ডিত হয়ে যায় সহসা সংযুক্ত,
ক্ষুদ্র প্রয়াসে, শিল্পকারুতে সে নক্ষত্র নীলিমা।

আজ আমি চেয়েছিলাম ত্যাগের কবিত্ব,
তুমি আমাকে ভালবেসে দিলে প্রাপ্তি।
সে কবিত্ব পূর্ণতা পেয়ে আজ আমি বাকরুদ্ধ এক চন্দ্রতারিকা।
শ্বেত রাজহংসের মতন আজ আমি শুভ্র এক দীর্ঘকার মন্দ বাতাসে উড্ডীন।

Exit mobile version