Site icon আলাপী মন

কবিতা- কথা ছিল

কথা ছিল
– সীমা চক্রবর্তী

কথা ছিল তুমি আর আমি একসাথে জোড়ে
হেঁটে যাবো বহুদূর নিভু নিভু ছায়া পথ ধরে।

প্রভাত পাখিদের জেগে ওঠার অনেক আগে
শিশিরে ডুবিয়ে পা, মন ভেজাবো পূর্বাশার রাগে।

কথা ছিল বালুচরে বসে গুনে যাবো তটে ভাঙা ঢেউ
শুধু তুমি আমি, আমাদের মাঝে থাকবে না কেউ।

ভেজা মিহি বালি থেকে ঝিনুক কুড়াবো দু’জনায়
আদরের নৌকায় ভেসে ঠেকে যাবো দূর মোহনায়।

কথা ছিল পাহাড়ের বুকে লিখে যাবো স্বপ্নের কথা
জীবনের কোলাহল শেষে যখন নামবে মৃত্যুর নীরাবতা।

শেষ টুকু পথে মায়াবী জ্যোৎস্না শোনাবে গান
সে আলোয় ধীরে ধীরে মিশে যাবে এই দু’টি প্রাণ।

কথাগুলো আজও সেরকম নিশ্চল আছে অবিকল
তবু গল্পের শেষ অধ্যায়টা রয়ে গেলো অসফল।

সেই নিভু নিভু ছায়া পথে চলেছি একা ক্লান্তিভারে
সবই আছে তেমন, শুধু তুমি নেই উপসংহারে।

Exit mobile version