Site icon আলাপী মন

কবিতা- ভাঙ্গা–প্রেম

ভাঙ্গা – প্রেম
– সোহিনী সামন্ত

ঠুনকো প্রেমের সিন্দুকে জমানো যত ইমোশানের কাগজ বন্দী চিঠি বুঝিয়ে,

দেয় জীবনের রঙ্গমঞ্চের নানান হতবাক বিস্ময়কর স্মৃতিভাণ্ডার…

ক্লান্ত ভাঙ্গা-প্রেম ভাঙা হৃদয় নিয়ে কাঁচের সামনাসামনি ,

প্রতিলিপির মতন মনের দরজায় তোলে শুধুই হাহাকার…

ভেঙে যাওয়া কাঁচের মতনই মন জোড়া লাগে না,

তবুও আশার আলো এঁকে বেঁকে ছুটে আসে কেবল ভালবাসার তাগিতে,

শেষ প্রেমের মড়কে বাঁধান অদৃষ্টের লীলা খোঁজ করে চলে,

শেষ জীবন পথের আসক্তিহীন গতিতে…

মূর্ছা যাওয়া ভালবাসার পটভূমিতে আষ্টেপৃষ্টে গুণ ধরা,

প্রেমের জানলা বন্ধ হয়ে যায় নিদারুণ অবহেলায়…

রেলিং বেয়ে আসা ফাল্গুনী প্রেমের মালা,

ছিঁড়ে যায় ক্ষান্ত নিশানায়…।

Exit mobile version