কবিতা

কবিতা- স্মৃতি

স্মৃতি
-অমিতাভ সরকার

 

হঠাৎ মনটা খারাপ হলো,
কেন হলো নিজেই বুঝিনা।
তুমি তো বলেই গেলে ক’দিন দেখা হচ্ছে না।

জোনা জলপ্রপাতের কথা মনে পড়ে গেল।
দু’পাশ দিয়ে পাহাড়ি জঙ্গল,
পিচঢালা রাস্তা। বিরাট পাথরের
উপরে দাঁড়িয়ে, পাহাড় থেকে
ঝরে পড়া জলের খেলা দেখছিলাম।
ছিটানো জলের জানালা, ওপারে রামধনু ।
নানা রংয়ের প্রজাপতির ওড়াউড়ি,
দেখতে দেখতে পাথরের ঢালে ,

কোন অজান্তে তোমাকে আমি জড়িয়ে ধরেছিলাম আমি নিজেই জানিনা।

ফিরছিলাম অ্যামপালা গাড়িতে ।
তুমি বসে ছিলে আমার পাশে,
প্রহরী বিহিন রেলগেট ,
পাহাড়ে বাঁকানো রেলপথ।
আমাদের গাড়ি প্রহরী হীন
রেল পথের মাঝখানে,
বাঁকানো রেলপথে দ্রুতগতিতে
এক ট্রেন এসে হাজির। আঁতকে উঠে
পাশাপাশি যে যাকে পেরেছি চেপে ধরেছি
চোখ বন্ধ করে।
অভিজ্ঞ ড্রাইভার বিচলিত না হয়ে,
শুধু ক্লাচের উপর ভর করে
গাড়ি টেনে বার করে নিল।
মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে ট্রেন চলে গেল, তখনো তুমি জড়িয়ে আমাকে।
দু’ ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল।

Loading

Leave A Comment

You cannot copy content of this page