একাল-সেকাল
– শংকর হালদার
পড়তে পড়তে-
পড়ন্তি বেলার অবসান।
রচনার মগডালে ঝিমানো গোধূলি আলো
মিলিয়ে আসে পরবর্তী প্রত্যাশা নিয়ে।
যুগের একাল সেকাল-
কাহিনীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে উপভোগ করি
সে এক অন্যদিন।
চোখের পাতায় জমাট ইতিহাস
লিপিবদ্ধ করি অনায়াসে।
স্মৃতির ভাঁজে লুকানো যত-
পুরোনো দিনের ইতিকথা,
যেখানে মন্থর জীবন জুড়ে
বেঁচে থাকার অগ্রিম সংগ্রাম!
আর পরিবর্তনের হ্যাঁচকা টানে
ঘরসুদ্ধ ইতিহাস বদলে যায়
জোড়ালো আলোয় ডানা ভিজিয়ে।
সে এক একালের মর্মকথা।