Site icon আলাপী মন

কবিতা- রাখিকে

রাখিকে–
– নৃপেন্দ্রনাথ মহন্ত

 

রাখি, তুমি আমাকে রাখি পরাবে? কিন্তু কেন?
আমার তো শ্যাম রাখি, না, কুল রাখি
ভাবতে ভাবতেই কেটে যায় দিন।
একা একা জীর্ণ ঘরে বিদীর্ণ অন্তরে
স্বপ্নকে কোলবালিশ করে শুয়ে থাকি।

অজানা জ্বরের মতো দিনে দিনে বাড়ে যে আবেগ
আমি তার হাতের পুতুল নই
যদিও মাঝে মাঝে ইচ্ছে করে
আমার হৃদয়ের নিজস্ব চত্বরে
তোমাকে ধরে রাখি।
আর তোমার সর্বাঙ্গ থেকে
তিল তিল করে সব তিল শুষে নিই
আর সময়কে সময় দিই শুষে নিতে সমস্ত যন্ত্রণা।

রাখি,আমার হাতে কোন্ সুতোয় রাখি বেঁধে দেবে?
তোমার রাখির দর্শনক্ষম চোখ আছে তো?
চোখের তলায় মন আছে?
সে কি দাঁড়িয়ে থাকে পুরোনো পথের ধারে
নবীনা প্রেমিকার মতো?

রাখি, কৃষ্ণপক্ষ অনিবার্য হলে
তোমার রাখির চোখে আলো জ্বলে?
কৃষ্ণাঙ্গ রাত্রির শেষে নেমে আসে শ্বেতাঙ্গ সকাল?

Exit mobile version