Site icon আলাপী মন

কবিতা- আমিও বলতে পারি

আমিও বলতে পারি
– কৃষ্ণ বর্মন

 

কিছু বলছি না বলে এই নয়
যে আমি বলতে পারিনা
আসলে আমি এখন কিছু বলতে চাইছি না
সব সময় আমাকে বলতেই হবে
এই রকম শিশু সুলভ মানসিকতা
বহু আগেই আমি বিসর্জন দিয়েছি

তোমরা যা ভাবছো তা একদম ঠিক নয়
সৃষ্টি কর্তা আমাকে বাকশক্তি দিয়েই পাঠিয়েছেন
কিন্তু কখন বলতে হবে তেমন কোনো নির্দেশ দেননি
সতরাং বলাটা আমার উপর নির্ভরশীল
আমার নীরবতায় তোমারা বিরক্ত হতে পারো
আমাকে ভীত ভাবতে পারো
তাতে আমি বিচলিত নই

আমি জানি আমাকে কখন বলতে হবে
কি বলতে হবে
আমার ব্যাপারে না ভেবে
নিজের ব্যাপারে ভেবে দেখো
ভেবে দেখো তোমাদের কিছু বলার আছে কিনা
সময় সুযোগ বুঝে আমি আমার কথা ঠিকই বলবো।

Exit mobile version