
কবিতা- উদ্বাস্তু
উদ্বাস্তু
– শুক্লা রায় চৌধুরী
স্থান বদলের অভ্যেস হলো না তো আর রপ্ত,
লাট্টু সেজে পাক খেতে খেতে হলাম শুধুই জব্দ!
আমার পুতুল বৌমা সাজে গেল সইয়ের ঘরে,
ফাঁকা আকাশ তখন থেকেই ভিতরে বাস করে;
মেয়েবেলার খেলার সাথী হারিয়ে গেল ভিড়ে,
স্কুলের বেঞ্চে একলা বসে আঁকিবুকি পাতা জুড়ে;
আলতা পেড়ে সাজের বাতি সলতের বুক জ্বালা,
বাপের ঘরের অন্ধপ্রদীপ কেঁদে মরে একলা;
সংসারের এই রঙ্গ-মঞ্চে ভুলের মাশুল ব্রাত্য,
যাতার কলে পিষছি পড়ে হইনা তবু ক্লান্ত;
ঠিকনাহীন চিঠিগুলি সব পড়ুক বেনামী ডাকে,
পথ হারানো পথিক হয়েই ঘুরছি সময়ের বাঁকে;
শেষ না হওয়া উলট পুরাণ বুনছি উপরন্তু,
আগল ভাঙা ঝড়ের মাঝে হলাম উদ্বাস্তু।


8 Comments
Anonymous
Opurbo 👌👌 👌
Anonymous
খুব ভালো হয়েছে
শুক্লা
ধন্যবাদ
Anonymous
ধন্যবাদ
Anonymous
Vison sundor ♥️
শুক্লা
ধন্যবাদ
Ayantika
দারুণ হয়েছে
শুক্লা
ধন্যবাদ