গর্ভধারিণী
– ডঃ নীলাঞ্জন চট্টোপাধ্যায়
দশ দশটা মাস কি নিদারুণ যন্ত্রনায়,
কাতর হতে হতে, কুঁকড়ে গিয়েছো,
সয়েছো দারিদ্র্যের নিদারুন ভ্রকুটি;
ক্লিষ্ট হয়েছো অনাহারে, তবুও বারবার,
তোমার ঋজুতার কাছে সব কিছু হয়েছে নত।
আকাশে কতবার ঘনিয়েছে মেঘ, নিকষ কালো-
বিদ্যুতের ছোবল, শ্রাবণে, বসন্তে, বৈশাখে;
হেনেছে কতবার; বজ্রপাত হয়, হয়েছেও-
তারপর দিগন্তের বুক চিরে রামধনু ওঠে,
দেখা যায় দূরে,শরতের নীলাম্বর!
লোমকূপে,মজ্জায় বিদ্রোহের বহ্নি,
ধমনী ঘুমিয়ে পড়ে, শোনিতের শীতল স্রোত,
নিভিয়ে দিতে চায় সব “আগুন”, তবু তুমি –
জেগে আছো,আগ্নেয়গিরির লাভায়; তবু তুমি
জেগে ছিলে মৃত্যুর চোখে, চোখ রেখে;
অপত্যর পথ চেয়ে, বহ্নিমান জীবনের,
সব জ্বালাকে, মধুতে জারিত করে-
বিষপান করে গেছো, অমৃতময় করে।
কত উৎকন্ঠিত মুখ, হাসপাতালের ভিড়ে,
তবু তুমি জেগে আছো, তোমার অপত্যর পথ চেয়ে,
তোমার স্বপ্নকে ঘিরে, হাজারো উৎকন্ঠিত মুখ-
শহরের হাসপাতালে, রবির মধ্যহ্ন পেরিয়ে,
এখনও এই শুক্রবারের সায়াহ্নেও
পলকহীন চোখ নিয়ে অপেক্ষায়-
শুধু তোমাকে ভালোবেসে,শুধু তোমারই জন্য,
মা- শুধু তোমারই জন্য।
কিন্তু তুমি যে নিঃশব্দে পৌঁছে দিয়েছিলে নিজেকে,
মরণের দরজায়, সকলের অজান্তেই বড় নিশ্চুপে-
চিরকাল যে ভাবে ধুপের মতো পুড়ে
গন্ধ বিলিয়ে দিয়েছো চারিধারে,
তেমন করেই, হাসিমুখে-
তোমার কড়া নাড়া, সেদিন
মৃত্যুর দরজায়, বড় অভিমানে!
শ্রাবণের ঘ্রাণটুকু নিয়ে,
বসন্তের উজানে-
জানতে পারেনি কেউ।
সেদিন মৃত্যুর কাছে হেরে বিজয়িনী হয়ে গেলে-
শুধু আমাকে ভালোবেসে, শুধুমাত্র আমার জন্য
গর্ভধারিনী, তুমি আমাকে ভালোবেসে-
মৃত্যুকে ভালোবেসে গেলে, জীবনের রঙ মুছে;
শুধুমাত্র আমাকে দেখাতে পৃথিবীর আলো,
গর্ভধারিণী তুমি,
শুধু আমার জন্য-
শুধুই আমারই জন্য।
ভালো লাগলো। আবৃত্তির জন্য নিলাম। আরো অনেক কবিতা লিখে বাচিক শিল্পীদের উপহার দিন।
ভালো লাগল, আপনার ভালো লাগায়.. অবশ্যই দিয়ে যেতে চাই.. আপনাদের জন্য .. বাচিকশিল্পীদের জন্য….। নামটা জানতে পারলে ভালো লাগতো….