কবিতা- পদভূমি

পদভূমি
– পলি ঘোষ

 

নষ্টকল্পে তলিয়ে যাবার সময়
বেঁচে আছি জড়িয়ে তোমার গানে।
নরকলোলুপ ডাকে তা ধিন ধিন
নয়ন মেলে দেখি তুমি আছ সঙ্গে।

আমার কাছে গান জীবনপথের এক মন্ত্র
মেঘপাড়ার গোপনতম অলিন্দে
আমার ব্যকুলতার দীর্ঘশ্বাস।

সৃষ্টিকে রক্ষা করতে চেয়ে
যে নায়িকা শুধুই প্রতিরোধ গড়ে
পাখির চোখের শত শান্ত বলয়রেখা
সমাজ, পরিজন হিসেব রাখে
জ্বলে ওঠে চোখ ও নিশানা
ঘোর অমাবস্যার নেশায়।
সে কথা বলে মৌন নির্জনতায়
শূণ্যতায় বুঝেছে কবিতার পদভূমি।

Loading

Leave A Comment