কবিতা- ভুল বানানের মানুষ

ভুল বানানের মানুষ
-অযান্ত্রিক

 

আমি অস্ফুটে যা কিছু বলি,বিড়বিড় করি,
তোমরা শোনো না,
তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব জানাও, আমি মেনে নিই,
যদিও প্রতিযোগী নই।
আমায় হাতছানি দেয় নিস্তব্ধতা,
উপরে ওঠার সিঁড়ির অন্ধকার,
ঘোমটার আড়ালে থেকে হত্যা মুখ শোনায় হাসির তিরষ্কার।
শব্দের হিজাবের নীচে আমার কোনো কবিতা থাকে না,থাকে ,মানুষ
মৃত,জীবিত,বিরোহী উদাসীন আর যত রকম ভুল বানানের মানুষ।
তাদের হাত নেই,তবু ডাকে,পা নেই, তবু ছোটে, বুক নেই তবু,
স্বেদ,ক্লেদ রক্ত মল মূত্র ছেড়ে সংগম, সহবাস ছেড়ে চোখ বন্ধ করে,
নির্দ্বিধায় দেখে যায়, ভালোবাসার স্বপ্ন,যেখানে কোনো শরীর নেই,
কোনো কামনার লালসার পায়ের ছাপ পর্যন্ত নেই ,যা আছে ,
সেটা মঞ্চে কবিতা পড়তে ওঠা কবির চোখে পড়ে না,
ধারালো শব্দের সঞ্চয় বাড়ানো কবিতা লেখক দেখতে পায়না।
তাই তাদের কবিতা বিকৃত,যারা দেখতে পায় ,তারা জানে ,
কবিতার কোনো বিক্রয় মূল্য নেই।

Loading

Leave A Comment