Site icon আলাপী মন

কবিতা- আবহমানতা

আবহমানতা
– দীপ্তিমান ভান্ডারী

 

যে যায় সে আর ফেরে না।
নিয়মের চেয়ে নিয়তিই
বড়ো হয়ে ওঠে ক্রমশঃ।
পুরানো দেওয়ালে জমে ওঠে শ্যাওলারা।
উষ্ণ হৃদয়ের চেনা গন্ধেরা
ঘুরে বেড়ায় সারাক্ষণ
আমার অবচেতনের মাঝে।
তবু ফিরে আসেনা
চেনা মানুষেরা, আমার এই চেনা পৃথিবীতে।

ঢেউএর আঘাতে একদিন
মুছে যাবে জানি সম্পর্কের স্বরলিপি,
রোদ বৃষ্টির সংলাপে আবার
তৈরী হবে নূতনের ইতিহাস।
সেখানে থাকবেনা পুরানোর আবাহন।
এই আমি থাকবো না জানি;
তবু তুমি থেকো মহাকাল
সেই ফেলে আসা সময়ের
একমাত্র সুজন।

যারা যাবে তারা আর ফিরবে না
ইতিহাসের উপক্রমনিকায়।
এ বড়ো জটিল হিসাব
নিয়তির দূর্নিবার আবহমানতা।

Exit mobile version