Site icon আলাপী মন

কবিতা- তুলসীর ওম

তুলসীর ওম
– পারমিতা ভট্টাচার্য

 

চারিদিকে দেখি মুখ- মুখোশের রংমিলান্তি খেলা
ব্যস্তানুপাতিক সম্পর্কে মিশে যায় উষ্ণতার পারদ,
ধূসর,বালুকাময় আজ হৃদয়ের তটভূমি
একমুঠো উড়োসুখ জমা হয়
ধূসর ছাইদানির অন্তরালে…

রোদ চশমার আড়ালে লুকিয়ে রাখি
চোখের গভীর কালি,
মুখে অনাবিল হাসি,অথচ বুকে
বিদ্ধ বিচ্ছেদের তরবারি,
প্রাক্তন স্মৃতিরা টেনে হিঁচড়ে
নিয়ে গিয়ে ফেলে শ্মশানের ছাইয়ের স্তুপে।

শেষমেষ পড়ে তো থাকবে সেই একমুঠো ছাই,
তবুও এতো অহংকার,এতো ঘৃণা মনে
লোভ – লালসাকে করপুটে গচ্ছিত রেখে
বাঁচি হাস্য মুখে।
তবুও পড়ন্ত বিকেলে অস্তরাগ মেখে
জীবন ভরে ওঠে তুলসীর ওমে।

Exit mobile version