
কবিতা- অনুভবে
অনুভবে
-মৌসুমী সাহা মহালানাবীশ
কোথাও একটা ভাঙছে শহর
চাপা পড়লেই ইতিহাস!
বন্ধক ছিল তাঁর কাছে প্রাণ
আজকে স্মৃতি গলার ফাঁস!
কোথাও একটা ছিঁড়ছে সুতো
লাটাই থেকে অনেক দূর!
হারিয়ে গেল নীল ঘুড়ি’টা
থাকত বুকে সমুদ্দুর!
কোথাও একটা প্রেম পুড়েছে
নিরুত্তর থাকতে হয়!
প্রেমিক যেদিন আসবে ফিরে
সেদিন যেন মৃত্যু হয়!
কোথাও একটা অভিমানী চোখ
নদী এঁকেছে! শুনছে শ্রোতা,
কালকে সুখ উঠোনে ছিল
আজকে খুশী কেবল চিতা!


3 Comments
Payel Sahu
অসাধারন লাগলো
জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
অপূর্ব
Anonymous
দারুন ,খুব ভালো লাগলো