কবিতা

কবিতা- দেখা হল না

দেখা হল না
– অরুনজিত

 

তোমার সাথে দেখা হবে,
অট্টালিকায় গেলাম।
রাস্তা কোথায়? সব দরজাই বন্ধ।
জানালা দিয়ে দেখি
গেরুয়াধারী সেপাই পথ আটকেছে।
ডাকলাম কত, গান গাইলাম, চোখ ভরলো জলে।
তবু তুমি এলে না।

এই বুঝি প্রেম? ভালোবাসার অঙ্গীকার?
শুনেছি তুমি অনেক বড় হয়েছো।
এ লোক, সে লোক ছাড়িয়ে
পারি দিয়েছো ব্রোম্ভোলোকে ।
তবে এতো সেপাই কেন?
কেন আয়োজন সীতার অগ্নিপরীক্ষার?
মন কি তবে পাথর হয়েছে তোমার?
প্রেম, ভালোবাসার অঙ্গীকার …
সবইতো দিতেই এসেছিলাম
তবু তুমি এলেনা।

চলি, প্রিয়তমা। চললাম। আমি এসেছিলাম, প্রেমের আকুল টানে।
আকশের নিচে স্তব্ধ হলাম,
যন্ত্রণার আগুনে ঝলসে গেলাম,
বনবাসী হবো শপথ নিলাম ,
তবু তুমি এলে না।

Loading

Leave A Comment

You cannot copy content of this page