Site icon আলাপী মন

কবিতা- বালির মহল

বালির মহল
– বিশ্বদীপ মুখার্জী

 

ঝড় কেন?
হাওয়ার অল্প ধাক্কাও বালির মহলকে
নিমেষে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।
কিছু কিছু মুহূর্ত গুলোকে গিলে ফেলে সুমদ্রের ঢেউ….
দিনের শেষে পড়ে থাকে শুকনো পাতা,
যে এক সময় ছিল সবুজ..
সৃষ্টির নিয়মে আজ খুইয়েছে নিজের অস্তিত্ব।
আজ সেই আমার সঙ্গী,
আজ আমিও সৃষ্টির নিয়মে অস্তিত্বহীন।
স্বপ্ন দেখেছিলাম সুন্দর এক মহলের,
যেখানে ভালোবাসা ডানা মেলে
উড়ে বেড়াবে চারিদিকে..
যেখানে কর্তব্যের স্থান হবে স্বার্থের ঊর্ধ্বে।
সেই মহল নিছকই যে বালির
পারিনি বুঝতে সেটা আমি।
হাওয়ার এক ঝাপটা দিলো করে নিঃশেষ
সেই বালির মহল কে।
যে হাওয়ার শীতল স্পর্শে হতাম রোমাঞ্চিত,
সে হাওয়ারই শিকার হলো আমার স্বপ্নের মহল।
আজ চারিদিকে দেখি বন্ধ দরজা,
খোলা আকাশের নিচে আমার আশ্রয়….
আগলে রেখেছি নিজের স্বপ্নের মহলের শেষটুকু,
এটাই আমার চিরসঙ্গী,
আমি আর কিছু স্মৃতির ভগ্নাংশ।

Exit mobile version