কে কার নিয়তি?
-সত্যদেব পতি
আষাঢ়ী বিকেলের পুবালী বাতাস যখন ঈশানের বহে;
পুব আকাশে ওঠে গর্ভবতী মেঘ,
বাতাসের শনশনী থামলেই শুরু
প্রসব যন্ত্রণা-
দিন রাতের মিলন ক্ষেত্রে জন্মদেয় এক অভিনব ক্ষেত্রজ সন্তান!
যার নাম রাখে বৃষ্টি।
তার জন্মের সময় মাতৃত্বের স্বাদ পায় নিকস কালো মেঘ;
পিতৃস্বরূপ তপনের উষ্ণতায় জলীয় পৌরুষ, স্হাপিত করে সে যখন অসীমের ওপারে-
তখনই জন্ম নেয় তাদের ক্ষেত্রজ সন্তান।
শৈশবে দেখা হয়না তার জন্মদাতার সাথে,
কতো পাথর নুড়ি বইতে হয় কোনো খরতোয়ার বুকচিরে!
যখন সে পুর্ণ যৌবনা সাগরের বুকে বিজনে বিলাস করে-
তখন সময় হয় সুর্য স্নানের;
আবার ঈশানের যাত্রী হয়ে যেতে হয় অমোঘের পথে।