কবিতা- সেই ছেলেটা

সেই ছেলেটা
-মহুয়া সমাদ্দার

 

সেই ছেলেটা আজও তোমায় ভালোবাসে?
ব‌ই পাড়াতে এক‌ই সাথে কফিহাউস?

সেই ছেলেটাই আজ কি শুধুই খাতায় কলম
হয়ে আছে দূরের মানুষ, তোমার স্পাউস?

আগের মতো আর বলে না, গান, কবিতা?
নদীর পারে মেঘের মাঝে আর ভাসে না?

বাঁশীর আওয়াজ শুনলে হঠাৎ, দারুণ ভালো?
সেই ছেলেটার ছোঁয়া ছাড়া ঘুম আসে না?

এক‌ই ছাদের তলায় তবু, কত্তো দূরে
আর পাও না ছুঁতে তবু, ভালোবাসা

মনের মাঝে মেঘ জমলে ঝমঝমিয়ে
হঠাৎ করেই যখন তখন বৃষ্টি আসা?

তোমার আমার সবার ঘরেই সেই ছেলেটা
হয়তো আজও মুখ লুকিয়ে, খুব চাপেতে

সময় করে নাও জড়িয়ে বুকের মাঝে
রাখো না হয় একটু প্রেম আর উত্তাপেতে!

সেই ছেলেটা তোমার প্রেমিক আজও আছে
ময়ূর পালক রং ছড়ালে একটু না হয়!

সেই ছেলেটা ভীষণ একা তোমায় পেয়েও
নয় কি সে হায় তোমারই হার, খুব পরাজয়?

Loading

Leave A Comment