কবিতা- আমার কথা

আমার কথা
-শুক্লা রায় চৌধুরী

 

আজও পুড়ছি আমি ওই রাস্তারই পাশে,
ছুঁড়ে ফেলা তোমার আধ খাওয়া সিগারেটের বেশে;
কত শত বৃষ্টিও নেভাতে পারে না বুকের দহন,
কুণ্ডলী পাকানো ধোঁয়া শোনায় গল্প শেষের সাত-কাহন;
কোঁকড়ানো শরীরে এখনো একটু প্রাণের গন্ধ বাকি,
তোমার আগুন শুধু খোঁজে আজ নতুন মোহের সাথী;
স্বপ্ন ভাঙা অন্ধকারে করছি আমি বাস,
এখন মৃত্যু চায় আমার প্রতিটি নিশ্বাস।।

Loading

Leave A Comment