তুমি তো সেই চিত্ত
-মানিক দাক্ষিত
তুমি তো সেই চিত্ত
যে আমার মধ্যে শুদ্ধ অশুদ্ধ ভাবে থেকে
অতিষ্ঠ করছো আমাকে !
কখনও তুমি আমার পরম বন্ধু
আবার কখনও চরম শত্রু।
বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে
তুমি আমাকে জিইয়ে রেখেছো।
তুমি ‘মম চিত্ত’ হয়েও কিন্তু
আমার আপন নও।
কখনও অশুদ্ধভাবে জঘন্য কর্মে লিপ্ত করে
আমায় বিপদের মুখে ঠেলেছো।
আবার কখনও শুদ্ধভাবে
মঙ্গলদীপ জ্বালিয়ে
আমার জীবনকে করেছো আলোকিত।
দোটানায় বড্ড নাস্তানাবুদ।
তুমি শুদ্ধ চিত্ত দুর্গা হয়ে
আমার মধ্যে থাকো।
অশুদ্ধ চিত্ত মহিষাসুরকে বধ করে
তুমি আমাকে এখনই করো মুক্ত।