কবিতা- বর্ষার রূপ

বর্ষার রূপ
-দীপ্তিমান ভাণ্ডারী


জলের কথা আসলো যখন।
আস্ত একটা নদী,
ছলাৎ ছলাৎ জল থৈ থৈ
শব্দ নিরবধি।

নদীর শব্দে, হাওয়ার শব্দে
আসছে ছুটে মেঘ,
মেঘের বুকে ঠিক তখনই
বৃষ্টি ঝরার বেগ।

আকাশ এখন গোধূলী মেঘ
বর্ষা রঙে ঢাকা,
দূর দিগম্তে গ্রামের ছবি
জল রঙেতেই আঁকা।

নদীর পাশে সেই যে বাড়ী
সুখের সুতোয় বোনা,
সেটাই ছিল মেঘ বৃষ্টির
বর্ষা ঠিকানা।

বর্ষা মেঘেরনকাজল চোখে
নেশা লাগার সুর,
বৃষ্টি কেবল ঝরার নেশায়
আনন্দে ভরপুর।

এমনি করে মেঘ বৃষ্টির
নিরন্তরের খেলা,
দেখতে দেখতে উদাস মনে
কাটিয়ে দিচ্ছি বেলা।

নদীর বামে আদিগন্ত
সবুজ রঙের ছোঁয়া,
কেবল বৃষ্টি, কেবল বৃষ্টি
আবছায়া সব ধোঁয়া।

গ্রাম ভিজছে, পথ ভিজছে
নদীও ভিজছে একা,
ভেজা ভেজা শীতল গন্ধে
বাঙলার রূপ দেখা।।

Loading

Leave A Comment