Site icon আলাপী মন

কবিতা- মিথ্যে নও সবটা তুমি…

মিথ্যে নও সবটা তুমি…
কৃষ্ণ বর্মন

 

তুমি যতই মিথ্যে হও
তোমার সব কিছু মিথ্যে হতে পারে না
তোমার অনুভব অনূভূতি আজও শাশ্বত
তোমার ফেলে যাওয়া স্মৃতি আজও সজীব
তোমার পড়ন্ত বিকেল নির্ঘুম রাত
মিথ্যে হয়ে যায়নি সবটা আজও
তোমার বেহিসেবী ভাবনায়
আজও থমকে যায় হাতের কাজও

তুমি মিথ্যে বলেই
তোমার সত্যিগুলো বেশি করে ভাবি
তোমার কল্পনার বিলাসী খেয়াল
আমার খুশীর চাবি
তুমি মিথ্যে
আমি মিথোজীবি স্বপ্নের দোসর
সত্যের শিসমহল ভেঙে সেই যে গেলে
আজও নেই কোনো খবর

Exit mobile version