জলকলমে আঁকা ছবি
– পারমিতা ভট্টাচার্য
মন চায় হেঁটে যাই বেলাভূমি ধরে
গায়ে মাখি সমুদ্র সফেন ঢেউ
জলকলমে লিখে রাখি জলকেলি সুখ
অবসরে কখনও পড়বে কি কেউ?
রাত্রির তৃষিত বুক চুঁইয়ে টুপ্ টাপ
নরম শিশিরের কণা নেমে আসে
রাত জাগা ফুলেরা নেয় অপূর্ব সেই ঘ্রাণ
আনন্দধারার লহমা উঠে সতেজ সবুজ ঘাসে।
আসে আসুক জীবন নদে দুকূল ভাসানো বান
হেলায় আমি টপকে যাবো সকল বাঁধা টুটে
আমি ছন্নছাড়া,কাছি ছেঁড়া,ঝড়ে ভাসা তরী
যত অবহেলা রাখি আজ বজ্র করপুটে।
ভোরের সূর্য ছড়িয়ে দেয় আলতো নরম রোদ
পর্দাগুলো শিহরিত,হাওয়ায় কাঁপে বেশ
বৃষ্টি এসে ভিজিয়ে দিল তৃষিত,শুষ্ক বুক
বাঁধ ভেঙেছে চাঁদের আলো,অমানিশা হল শেষ।
মেঘের চাদর সরিয়ে দিয়ে আকাশের ক্যানভাসে
ফিনিক দেওয়া জোৎস্না আবার রাত্রি যাপন করে
মেঘে মেঘে পেঁজা তুলো মৃদু হাওয়ায় ভাসে
খিলখিলিয়ে হাসছে শরৎ বাঁধ ভাঙা রোদ্দুরে।