Site icon আলাপী মন

কবিতা- নির্লজ্জ

নির্লজ্জ
-সঙ্কর্ষণ

 

ধরে নাও দেশটি আমার একটি শরীর
মনে হয় চলছে জাদু দুষ্টু পরীর,
দেখোনা তীব্র ব্যাথায় ধুঁকছে কেমন?

কারা ঐ জীবসেবাইত খুঁজছে ছাতা
এসবই খুব চেনা এক গল্পগাথা,
তুমি কি নিত্যনতুন দেখছো এমন?

কেন হায় অশ্রু এলেই রক্ত ঝরে
এখনও সন্দেহ হয় শেষ প্রহর এ,
এ দেহে ঠুকছে পেরেক কেউ মনে হয়।

কারা ঐ উঠলে জুতো জিভ বেরিয়ে
সুগভীর বৈতরণী যায় পেরিয়ে,
তরী বা’য় ধূর্ত ভাষার মিথ্যে বিনয়।

আমাদের একটি লেখাও কেউ পড়েনা
নলিময় রক্ত ওঠে ঠোঁট নড়েনা,
হাসে ঐ বদ্ধ পাগল বকছে প্রলাপ।

আমাদের উচ্চাশাতেও ঝুলছে গাজর
ভেঙে যায় ক্ষীণ আঘাতেই অস্থিপাঁজর,
ফাটিয়ে জন্ম নেবে কাষ্ঠগোলাপ।

তেমন এক রাত্রি এলে যাই পালিয়ে
আজীবন নোংরা কাদার এক নালি এ,
এতো ভয় সব কথা ঠিক বলতে বারণ।

খুনি তার হাত দুটিতেই রক্ত মাখা
আমি কীট দেখতে পেলেও দৃষ্টি ঢাকা,
নরাধম লজ্জাহীন এক মস্ত কারণ।

Exit mobile version