Site icon আলাপী মন

কবিতা- বিবেকের খোঁজে

বিবেকের খোঁজে
– শিলাবৃষ্টি

 

বিবেকের মেলা বসেছে আজকে
নগরের এক প্রান্তে,
হারিয়েছে আজ মানুষ বিবেক-
কষ্ট হচ্ছে মানতে!
মানবতা দেখো বিপন্ন বড়ো
প্রতি পদে প্রতি ক্ষণে,
মানবের পাশে মানব কোথায়?
শুধাই জনে জনে।
বিবেক কিনতে দ্বিধা কেন ভাই,
নিজের মনকে শুধাও,
মনুষ্যত্ব দেখাতে কি তুমি
ভীষণ লজ্জা পাও?
ধর্মের ধ্বজা ওড়েনা তো আজ
লাঞ্ছিতা হন মাতা;
ফুলের শিশুরা ছাড় পায়নাতো
পথে হয় ধর্ষিতা।
মানুষের তরে মানুষ কোথায়?
হারিয়ে যাচ্ছে সাম্য!
শিরদাঁড়াটাকে সোজা রেখে আজ
একটা বিবেক কাম্য।

Exit mobile version