Site icon আলাপী মন

কবিতা- প্রিয় দুঃখ

প্রিয় দুঃখ
-নাজমুল হুদা খাঁন

 

সমগ্র বুকটা এক রক্ত মাংসের দেশলাই
বুকের পাঁজরগুলো এক একটা দেশলাই কাঠি
তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
তারা জ্বলে ওঠে আবার নিভে যায়
পুড়ে খাক হয় ভিতরটা
তবে অন্যকে জ্বালায় না
আমি জ্বলি কেবল দিবা রাত্রি

হাজারও দুঃখ আছে
যারা পুড়ে যায় জ্বলে যায়
আবারও যেগে ওঠে
এ দুঃখের মৃত্যু হয় না
হয়তো অমৃত পান করা এ দুঃখ অমর দুঃখ

যে দিন আমি চলে যাব
আমার বুকে পাটে পাটে সাজানো দুঃখগুলো
আনন্দে আত্মহারা হবে!
তারা পাবে চির মুক্তি
আর আমার অধরা সুখগুলো
আফসোস করবে আর বলবে
দুঃখ ছাড়া আমাদের সুখ কেমন করে আসবে!

Exit mobile version