কবিতা

কবিতা- অবান্তর

অবান্তর
– অযান্ত্রিক

 

আমার খুব ভাবতে ভালো লাগে,
খুব ইচ্ছে হয় কবিতার মতো, গানের মতো বাঁচতে,
যে কবিতার কপালে জোটে হাজার হাততালি,
যে গানের সুর ভেসে বেড়ায় মানুষের মুখে মুখে,
আমার কবিতাবাঁচা যেন হয়, মানুষের বাঁচার রসদ,
পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে বেজে উঠবো আমি
এক জন প্রেমিক তার ভালবাসা বোঝাবে আমায় পাঠ করে,
এক জন শ্রমিক তার দাবি জানাতে পড়ে উঠবে আমায়।
একজন চাষী তার ঋণ মুকুবী দরখাস্তে লিখবে আমায়,
একজন ডাক্তার তার প্রতিটা রোগীকে বলবে শুনতে,
আসামি, তার কাঠগড়ায় দাঁড়িয়ে আমার নামেই করবে শপথ,
একজন সৈনিক, আমায় পড়েই থামিয়ে দেবে যুদ্ধ।
আমায় ছুঁয়েই বোমারু বিমান, বোমার বদলে ফেলে আসবে ফুল।
আমার নামেই শপথ করে রাষ্ট্রপতি নামবেন কুচকাওয়াজে,
আমার যে কি ভাবতে ভালো লাগে, এই সব অবান্তর।
ভাবনায় ভেসে যায় প্রতিদিন বাড়ি ফেরার শেষ ট্রেন,
দাঁড়িয়ে থাকে একপাশে গুটিশুটি মেরে একলা
আমার হাততালি না পাওয়া কবিতারা,
ওদের কে আর বাড়ি নিয়ে যাবে? কেউ তো নেই আমি ছাড়া।

Loading

Leave A Comment

You cannot copy content of this page