কবিতা- শুধুই না

শুধুই না
– অমিতাভ সরকার

 

কাব্য পাঠ হলো না আমার,
কাব্য হয়েও এলেনা।
দূর হতে শুধু সোহাগ দিলে,
তোমায় চেনা হলো না।

প্রেমের মোহে বিভোর ছিলাম,
কৃষ্ণচূড়াও হোলে না।
পুজোর থালা রইল সাজানো,
পূজা হয়েও এলেনা।

প্রেমের টিয়া উড়ছে গাছে,
প্রেমের চিঠি এলো না।
বাউল এসে নাচল শুধু,
একতারা তো বাজলো না।

রাঙামাটির দেশে গেলাম,
শাল পিয়াল দেখল না।
কালো মেয়ে দেখেই এলাম,
সেও ভালোবাসলো না।

আমার শুধু পথ দেখা কাজ,
পথের শেষ তো পেলাম না।
সামনে শুধু মরীচিকা,
তার নাগালও পেলাম না।

Loading

Leave A Comment