Site icon আলাপী মন

কবিতা- রূপসী শরৎ

রূপসী শরৎ
– অতীশ দীপঙ্কর

 

আশ্বিনের রাতে তুমি ওগো চুর্ণকুন্তলে
সুধাঙ্গ নিয়ে এলে জলহারা মেঘ,
অশ্বত্থ তাল প্রিয়লতা সুখের কথায়
জলভরা নদী আউশের ক্ষেত।
কি নতুন কথা শোনাবে এই মগ্নতায়
দুঃখ ভুলাতে?
স্নিগ্ধ বাতাসি হৃদয়ে তৃপ্ত শেফালী
ঝড়েছে যৌবনে।
পাহাড়ের গায়ে পিচ্ছিল অশরীরী যৌবন
ভিজে অরণ্যে রোদের কিরণ তন্বী মৌবন।
শিশির -ভেজা ঘাষের ডগায় রোদের ডানা
সে রোদ যেন তরল শ্বেত রজত ধারা।
আঙুরের রস ভীষণ টসটসে বুকের মধূ
এই শরতে হলুদ ফুল,
শ্বেত বকের ডানায় মেঘ ধানক্ষেতের পরাগশিষে
ঝুঁকে পড়া মুকুল।
টুকরো টুকরো মাটির চেতনায় টুকরো শরতের রোদ
শ্যামল বুকের মাঝে,
মাতাল নদীর পাড়ে কাশফুল কেঁপে ওঠে
দমকা হাওয়ায় আলো-ছায়া বুকে।
শীত আসছে হিমেল হাওয়া ঐ হিমালয়ের শয্যাতে,
স্বর্গ নাকি মর্তের মিলনে পোয়াতিঝর্ণার সাথে।

Exit mobile version